অদ্য ০৩.০২.২০২৫ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় কাহালু পৌরসভাধীন ০৭ নং ওয়ার্ড দলগাড়ায় কাহালু-টু-মালঞ্চা সড়কের পূর্ব পাশের সীমানা বরাবর "তালেবের চাতাল হতে কাহালু চারমাথা বক্স কালভার্ট পর্যন্ত(S1-2)"(চেইনেজ:০.০০ হতে ৯১৫.০০ মিটার) নামীয় ড্রেনের মাটির মেকানিক্যালি এক্সকাভেশন কাজের শুভ উদ্বোধন করেন কাহালু পৌরসভার প্রশাসক জনাব রেবেকা সুলতানা ডলি। এসময় আরও উপস্থিত ছিলেন প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্য, জনাব আবিদুর রহমান ও জনাব কাজী জাহাঙ্গীর আলম, কাহালু পৌর নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ এখলাস হোসেন, কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ শরিফুল ইসলাম, কাহালু উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী জনাব কাশফুন নাহার, পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ এবং ঠিকাদারের প্রতিনিধিবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS